হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফিলিস্তিনিদের উচ্ছেদকারী উগ্রপন্থী ইসরায়েলিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরায়েলি উগ্র সেটলারদের (বসতি স্থাপনকারী) ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন ইসরায়েলকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই উগ্রপন্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করবে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর যুদ্ধ মন্ত্রিসভার সঙ্গে তাঁর বৈঠকেই জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র কিছু ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তবে সেই ব্যক্তিদের পরিচয় বা সংখ্যার বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। 

যেসব এলাকা মিলিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করা হয় পশ্চিম তীর তার মধ্যে অন্যতম। সাম্প্রতিক মাসগুলোতে এখানে ইহুদি বসতি সম্প্রসারণ ব্যাপকভাবে বেড়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপন চলছে। মার্কিন মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটিতে প্রায় দশক ধরে অচলাবস্থা চলছে। এর মধ্যে পশ্চিম তীরে ভয়াবহভাবে বেড়েছে সহিংসতা। 

ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার হামলা শুরু করেছে ইসরায়েল। সহিংসতা এবার গত ১৫ বছরের যে কোনো সংঘাতকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভির সঙ্গে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে বলেছেন, ইসরায়েল দৃঢ়ভাবে কোনো মাস্তানি বা গুন্ডামি বা নিজের আইন তুলে নেওয়ার প্রচেষ্টার নিন্দা জানায়। 

পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ প্রকাশ করেছে এবং এটি বন্ধ করতে বলেছে। প্রেসিডেন্ট জো বাইডেন গত ১৮ নভেম্বর ওয়াশিংটন পোস্টে লেখা মতামতে ‘অপরাধীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। 

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমি ইসরায়েলের নেতাদের সঙ্গে একটি বিষয়ে জোর দিয়েছি যে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উগ্রপন্থীদের সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা সহিংসতা করছে তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারী উগ্রপন্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারিসহ আমাদের নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত।’ 

পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা সংবেদনশীল বিষয়ে আলোচনা করার এখতিয়ার না থাকায় নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওয়াশিংটন চেয়েছিল ইসরায়েল অপরাধীদের বিচার করুক। কিন্তু এখনো এমন পদক্ষেপ দেখা যায়নি। এই নিষেধাজ্ঞা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারে। 

ইসরায়েলের গাজার উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস গত ৭ অক্টোবর ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর থেকে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের স্থানীয়দের ওপর হামলা দ্বিগুণেরও বেশি বেড়েছে। জাতিসংঘের পরিসংখ্যান এমনটিই বলছে। ৭ অক্টোবরের পর ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এতে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও