হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করবেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেবেন। গত শনিবার টেক্সাসে এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এমন বক্তব্য দেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প অভিযোগ করে বলেছেন, ‘ক্যাপিটল হিলে যারা আক্রমণ করেছিল তাদের’ অভ্যন্তরীণ সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছিল এফবিআই। ভীষণ অন্যায্য আচরণ করা হয়েছে তাদের সঙ্গে। তারা যদি ক্ষমার যোগ্য হয়, আমরা ক্ষমতায় গেলে তাদের অবশ্যই ক্ষমা করব।’ 

৭৫ বছর বয়সী এই মার্কিন ধনকুবের গত মার্কিন নির্বাচনের ফল ঘোষণার সময় থেকেই তাঁর সমর্থকদের প্রতি প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রসিকিউটররা যদি ভুল বা বেআইনি কিছু করেন, তবে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে।’ 

ট্রাম্প বলেন, তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে বাইডেনের বিজয় উল্টে দিতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই ক্ষমতা ব্যবহার করেননি। ট্রাম্প এটাও দাবি করেন, ২০২০ সালের নির্বাচনে তিনিই ছিলেন আইনসংগত বিজয়ী। 

ট্রাম্প হয়তো হোয়াইট হাউসের ক্ষমতা হারিয়েছেন। হারিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষমতা। কিন্তু মার্কিন রাজনীতিতে এখনো আধিপত্য বিস্তারের ক্ষমতা তিনি রাখেন। 

এত বিতর্ক সত্ত্বেও ২০২৪ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন ট্রাম্প পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ২২ মিলিয়ন ডলার হাতে নিয়ে তিনি এখনো দলের সবচেয়ে সফল তহবিল সংগ্রহকারী। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেলিভিশন এনবিসি এক জরিপ চালিয়েছে। সেই জরিপে ৫৬ শতাংশ রিপাবলিকান দলের চেয়ে ট্রাম্পকে বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন।

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প