হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

লাইভে মাছি গিলে প্রশংসায় ভাসছেন উপস্থাপিকা

লাইভে খবর পড়ছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচ। ঘটনাক্রমে একটি মাছি ঢুকে যায় তাঁর মুখে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। দেখা গেছে, ওয়েলচ পোকাটিকে গিলে ফেলছেন এবং এমনভাবে খবর পাঠ করে যাচ্ছেন যেন, কিছুই ঘটেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

এ ঘটনায় অনলাইনে প্রশংসায় ভাসছেন ভেনেসা ওয়েলচ। পোকা গিলে ফেলার ভিডিও ক্লিপটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফরমে দেখা যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীরা পেশাদারি মনোভাবের জন্য উপস্থাপিকার প্রশংসা করেছেন।

ভিডিওটি সামাজিক প্ল্যাটফরম এক্সে পোস্ট করে একজন ব্যবহারকারী লিখেছেন, বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচের মুখে একটি মাছি উড়ে ঢুকে গিয়েছিল। কিন্তু তিনি এমনভাবে বলে কথা বলতে থাকেন, যেন কিছুই হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই পেশাদার এবং তার সত্যিই কোনো প্রতিক্রিয়া বা ভয় ছিল না। এমন পরিস্থিতিতে সবাই সে যা করেছে তা করতে পারত না। সম্ভবত এটা তার ক্যারিয়ারে এক স্মরণীয় মুহূর্ত।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘বেচারি! এই পেশায় ভালো ও মন্দ দুটো দিকই আছে।’

ভেনেসা ওয়েলচের প্রশংসা করে আরেকজন লিখেছেন, ‘তার (ভেনেসা ওয়েলচ) চোখের পাতাও কাঁপেনি। তার বেতন বাড়ানো উচিত। এমনকি বিচলিতও হননি। সর্বোচ্চ পেশাদারি।’

মন্তব্যের ঘরে কয়েকজন অবশ্য বলেছেন, ভেনেসার মুখে যা ঢুকে পড়েছিল, তা দেখতে মাছির মতো মনে হলেও তা ছিল আইল্যাশ বা চোখের কৃত্রিম পাপড়ি। সামাজিক প্ল্যাটফরম ব্যবহারকারী একজনের মন্তব্য, ‘মনে হচ্ছে তিনি আলাদা স্ট্রিপ ল্যাশ (যেমন ল্যাশিফাই) পরেছেন এবং সেটাই খুলে পড়ে গিয়েছিল।’

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র