হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উত্তর কোরিয়া পরমাণু হামলা চালালে শেষ হবে কিমের রাজত্ব: যুক্তরাষ্ট্র

পারমাণবিক হামলার বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর পারমাণবিক হামলা করে, সেটা হবে অগ্রহণযোগ্য। হামলার পরিণতি হিসেবে কিম জং-উনের শাসনামল শেষ হয়ে যাবে। 

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তর কোরিয়া যদি পারমাণবিক হামলা করে, তাহলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে জবাব দেওয়া হবে। 

দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে; সম্প্রতি এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা করেছে পিংইয়ং। 

দক্ষিণ কোরিয়ার জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা কিম তায়-হাইও বলেছেন, উত্তর কোরিয়া এই মাসে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারে, যা পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া জয়ী হয়, তাহলে ন্যাটোর ওপরও হামলা করতে পারে। তবে বাইডেনের এই মন্তব্যকে প্রলাপ বলে উড়িয়ে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। 

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর থেকে বেশি খারাপ অবস্থায় পৌঁছেছে। এর আগে বাইডেন সতর্ক করে জানিয়েছিলেন, ন্যাটোর ওপর হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। 

তবে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ন্যাটো ইস্যুতে বাইডেন যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ প্রলাপ। বাইডেন রাশিয়া নিয়ে ভুল নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা