হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

স্পিকার নির্বাচন: রিপাবলিকানদের দ্বন্দ্বে ১৮ ভোটে ঝুলে আছে ম্যাকার্থির ভাগ্য

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছেন না কেভিন ম্যাকার্থি। স্পিকার নির্বাচন গড়িয়েছে চতুর্থ দিনে। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই। 

আজ শুক্রবার স্পিকার নির্বাচনে আবার ভোট হবে। স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির দরকার ২১৮ ভোট। কিন্তু নিজ দল থেকেই কয়েকজনের ভোট না পাওয়ায় তিনি নির্বাচিত হতে পারছেন না। রিপাবলিকানদের মধ্যে কট্টর ডানপন্থী দল ম্যাকার্থির বিপরীতে অবস্থান নিয়েছে। মূলত এ কারণেই প্রতিনিধি পরিষদে নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও স্পিকার নির্বাচিত হতে পারছেন না রিপাবলিকানদের প্রথম সারির এ নেতা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পিকার নির্বাচনে এ পর্যন্ত ১১ দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিবারই হেরেছেন ম্যাকার্থি। বৃহস্পতিবার সবশেষ ১১ দফার ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০০ ভোট। প্রতিনিধি পরিষদের ১১ জন রিপাবলিকান সদস্য বায়রন ডোনাল্ডসকে ও সাতজন কেভিন হার্নকে ভোট দিয়েছেন। এ ছাড়া অপর একজন ‘প্রোটেস্ট ব্যালট’ দিয়েছেন। 

এর আগে স্পিকার নির্বাচনে ১৮৬০ সালে এমন জটিলতার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার স্পিকার নির্বাচনে ৪৪ বার ভোট করতে হয়েছিল। 

স্পিকার নির্বাচনে অচলাবস্থার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। কেননা স্পিকার ছাড়া সদস্যদের শপথ গ্রহণ, কমিটি গঠন, বিল পাস করাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না। 

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার