হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী এক সাবেক শেতাঙ্গ অধ্যাপক এই হামলা চালান। লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

আইন প্রয়োগকারী সূত্র সিবিএস নিউজকে বলেছে, ওই সাবেক অধ্যাপক জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় পড়াতেন। 

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া বলেন, হামলার পর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। তবে নিহত তিনজনের কেউ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী নন। 

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার সময় ছাত্রদের কেউ খেলছিলেন, কেউ খাচ্ছিলেন। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আর একজন গুরুতর আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৩০টিরও বেশি স্থানে বন্দুকধারীর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাস ভেগাসে এ ধরনের হামলার মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ববিখ্যাত শহরটিতে ২০১৭ সালে একটি সংগীত উৎসবে বন্দুকধারীর হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার