হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী এক সাবেক শেতাঙ্গ অধ্যাপক এই হামলা চালান। লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

আইন প্রয়োগকারী সূত্র সিবিএস নিউজকে বলেছে, ওই সাবেক অধ্যাপক জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় পড়াতেন। 

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া বলেন, হামলার পর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। তবে নিহত তিনজনের কেউ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী নন। 

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার সময় ছাত্রদের কেউ খেলছিলেন, কেউ খাচ্ছিলেন। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আর একজন গুরুতর আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৩০টিরও বেশি স্থানে বন্দুকধারীর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাস ভেগাসে এ ধরনের হামলার মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ববিখ্যাত শহরটিতে ২০১৭ সালে একটি সংগীত উৎসবে বন্দুকধারীর হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও