হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী এক সাবেক শেতাঙ্গ অধ্যাপক এই হামলা চালান। লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

আইন প্রয়োগকারী সূত্র সিবিএস নিউজকে বলেছে, ওই সাবেক অধ্যাপক জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় পড়াতেন। 

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া বলেন, হামলার পর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। তবে নিহত তিনজনের কেউ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী নন। 

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার সময় ছাত্রদের কেউ খেলছিলেন, কেউ খাচ্ছিলেন। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আর একজন গুরুতর আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৩০টিরও বেশি স্থানে বন্দুকধারীর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাস ভেগাসে এ ধরনের হামলার মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ববিখ্যাত শহরটিতে ২০১৭ সালে একটি সংগীত উৎসবে বন্দুকধারীর হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র