হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ফ্যাসিস্ট ট্রাম্প: কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। একই সঙ্গে তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়ারে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

স্থানীয় সময় গতকাল বুধবার সিএনএনের টাউন হল অনুষ্ঠানে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ মন্তব্য করেন। কমলা ট্রাম্পকে এমন এক সময়ে ফ্যাসিস্ট বলে আখ্যা দিলেন, যার ঠিক কয়েক দিন আগে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ তাঁকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছিলেন। 

ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, ট্রাম্প একবার তাঁকে বলেছিলেন যে, ‘আপনি জানেন, হিটলারও কিছু ভালো কাজ করেছিলেন।’ বিষয়টি তুলে ধরে সিএনএনের উপস্থাপক অ্যান্ডারসন কুপার কমলা হ্যারিসের কাছে জানতে চান, ‘তিনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে মনে করেন?’ জবাবে কমলা বলেন, ‘হ্যাঁ, আমি এমনটা মনে করি।’ 

কমলা হ্যারিস আরও বলেন, ‘আমি এটাও বিশ্বাস করি যে, এ বিষয়ে যারা তাঁকে (ট্রাম্পকে) সবচেয়ে ভালো চেনেন, তাদের কথা আমাদের বিশ্বাস করা উচিত।’ 

একই সঙ্গে কমলা হ্যারিস আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে যাঁরা সবচেয়ে ভালো চেনেন, যাঁরা তাঁর সঙ্গে হোয়াইট হাউসে, সিচুয়েশন রুমে, ওভাল অফিসে কাজ করেছেন; সব রিপাবলিকান, যাঁরা তাঁর প্রশাসনে কাজ করেছেন, সাবেক চিফ অব স্টাফ, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং তাঁর ভাইস প্রেসিডেন্ট, সবাই তাঁকে অযোগ্য এবং বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন।’

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প