হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে বোমা ফেলে গাজাকে বিশ্ববাসীর মন থেকে মুছতে চাইছেন নেতানিয়াহু: মার্কিন সিনেটর

আজকের পত্রিকা ডেস্ক­

এলিজাবেথ ওয়ারেন। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনপ্রণেতা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ভেবেছেন, ইরানে হামলা করে গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে পারবেন। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ববাসী নেতানিয়াহুর ওপর নজর রাখছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন স্থানীয় সময় আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নেতানিয়াহুর উদ্দেশে এই সতর্কবার্তা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে ব্যবহার করে গাজায় চলমান সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন নেতানিয়াহু—বলে অভিযোগ তুলেছেন।

তিনি বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন, ইরানে বোমা ফেললেই কেউ আর গাজার দিকে নজর দেবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষ সেখানে অনাহারে মরছে। ৫৫ হাজার মানুষ নিহত হয়েছে। সীমান্তে ত্রাণকর্মী ও চিকিৎসকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খাদ্যের আশায় ছুটে আসা নিরীহ মানুষের ওপর গুলি চালানো হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্ব আপনাকে দেখছে।’

এদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ওয়াফা নিউজের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের পশ্চিম পাশে দারাবিয়েহ চত্বরের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে শুক্রবার বহু মানুষ নিহত ও আহত হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ভারী বোমা হামলার কারণে এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর রাস্তায় পড়ে আছে ছিন্নভিন্ন ও পুড়ে যাওয়া মরদেহ। এই হামলায় নিহতদের যোগ করলে শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৪৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প