হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিন যথেষ্ট সুস্থ রয়েছেন: সিআইএ প্রধান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যথেষ্ট সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বার্নস। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্যের ব্যাপারে যেসব খবর রটেছে তা গুজব। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইএ প্রধান বিল বার্নসকে প্রশ্ন করা হয়েছিল পুতিনের শারীরিক অবস্থা অস্থিতিশীল কিনা? জবাবে বিল বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর গুজব রয়েছে। কিন্তু আমরা যা বলতে পারি, তা হলো—তাঁর স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো রয়েছে।’ গত বুধবার যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আসপেন সিকিউরিটি ফোরামের আলোচনায় এসব তথ্য জানান।

তবে বিল বার্নস জানিয়েছেন, তাঁর এই বক্তব্য আনুষ্ঠানিক কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়।

সম্প্রতি প্রচারিত–প্রকাশিত একটি ছবি থেকে দেখা যায়, পুতিনের মুখমণ্ডলে ফোলা ফোলা ভাব দেখা দিয়েছে। সেসময় গুজব ছড়িয়েছিল যে, পুতিন অজানা কোনো রোগে আক্রান্ত এবং তাঁর চিকিৎসা চলছে। কিন্তু তখন ক্রেমলিন এই বিষয়টি অস্বীকার করেছিল। 

পুতিনের বিষয়ে গত মে মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, ‘আমি মনে করি না যে—কোনো বিবেকবান ব্যক্তি এই ব্যক্তির (পুতিন) মধ্যে কোনো ধরনের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন।’ 

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প