হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ‘সুপার বৌলের’ মিছিলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২১ 

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে সুপার বৌলের বিজয় মিছিলে বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। আহতদের অধিকাংশই শিশু। স্থানীয় সময় গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১২ জনকে কানসাসের চিলড্রেনস মারসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনই শিশু। এই শিশুদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। এমন এক সময়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যখন সুপার বৌলজয়ী দল কানসাস সিটি চিফসের খেলোয়াড়েরা তাঁদের বিজয় উদ্‌যাপন করছিলেন।

পুলিশ জানিয়েছে, এই গোলাগুলির ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় বা কেন এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। জানিয়েছ, এই হতাহতের ঘটনা নিয়ে তদন্ত চলছে।

কানসাসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান রস গ্রুন্ডিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আহতদের মধ্যে অনেকেই মৃত্যুঝুঁকিতে আছে। ঘটনাস্থল থেকে আটজনকে আমরা গুরুতর মৃত্যুঝুঁকিতে থাকা অবস্থায় উদ্ধার করি। আরও সাতজনের অবস্থা ছিল অনেক বেশি গুরুতর, বাকি ছয়জন সামান্য আহত হয়েছে।’

এদিকে, কানসাসে বন্দুকধারীর হামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেস যে আহ্বান জানিয়েছে, তা সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কানসাস সিটিতে সুপার বৌল প্যারেডে ভয়াবহ গুলির ঘটনা তাঁর মনে ‘গভীর দাগ কেটেছে।’

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আজকের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। আমরা হতবাক, আমরা লজ্জিত।’ বিবৃতিতে তাঁর সরকার ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বা সীমিত করার যে চেষ্টা করে যাচ্ছে, তা সমর্থন করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিবছর জাতীয় পর্যায়ে যে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়, তা সুপার বৌল নামে পরিচিত।

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প