হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার বিরুদ্ধে সমুদ্রপথে ইউক্রেনকে আটকে দেওয়ার অভিযোগ

ইউক্রেনকে সমুদ্রপথে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসি জানায়, এই অঞ্চলে উত্তেজনার মধ্যে এরই মধ্যে রাশিয়া আগামী সপ্তাহে নৌ মহড়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন,  আজভ সাগর সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং কৃষ্ণ সাগর প্রায় সম্পূর্ণ রুশ বাহিনীর দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন সত্ত্বেও রাশিয়া বারবার ইউক্রেন হামলার পরিকল্পনা অস্বীকার করেছে।

এদিকে ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষে বেলারুশের ভূ-খণ্ডে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। অন্তত ৩০ হাজার রুশ সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে।

ফ্রান্স এই মহড়াকে বলেছে রাশিয়ার হিংসাত্মক অঙ্গভঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে।  স্নায়ুযুদ্ধের পর থেকে বেলারুশে এটি রাশিয়ার সবচেয়ে বড় সেনা মোতায়েন বলে মনে করা হচ্ছে । এমন পরিস্থিতিতে ইউক্রেন বলেছে যে এই ঘটনায় তারা মানসিক চাপে রয়েছে।

এদিকে ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে জো বাইডেন বলেন, অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত।

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম