হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার বিরুদ্ধে সমুদ্রপথে ইউক্রেনকে আটকে দেওয়ার অভিযোগ

ইউক্রেনকে সমুদ্রপথে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসি জানায়, এই অঞ্চলে উত্তেজনার মধ্যে এরই মধ্যে রাশিয়া আগামী সপ্তাহে নৌ মহড়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন,  আজভ সাগর সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং কৃষ্ণ সাগর প্রায় সম্পূর্ণ রুশ বাহিনীর দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন সত্ত্বেও রাশিয়া বারবার ইউক্রেন হামলার পরিকল্পনা অস্বীকার করেছে।

এদিকে ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষে বেলারুশের ভূ-খণ্ডে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। অন্তত ৩০ হাজার রুশ সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে।

ফ্রান্স এই মহড়াকে বলেছে রাশিয়ার হিংসাত্মক অঙ্গভঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে।  স্নায়ুযুদ্ধের পর থেকে বেলারুশে এটি রাশিয়ার সবচেয়ে বড় সেনা মোতায়েন বলে মনে করা হচ্ছে । এমন পরিস্থিতিতে ইউক্রেন বলেছে যে এই ঘটনায় তারা মানসিক চাপে রয়েছে।

এদিকে ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে জো বাইডেন বলেন, অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত।

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ