শক্তিশালী হারিকেন ইয়ানের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। এ পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্য কর্মকর্তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) সদর দপ্তরে বাইডেন বলেন, ‘এটি ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন হতে পারে। মৃতের সংখ্যা এখনো নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি হতে পারে বলে শুনছি।’
স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে হারিকেন ইয়ান। এর জেরে উপকূলীয় এলাকায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা।
দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল নাগাদ সাউথ ক্যারোলিনা উপকূলে আছড়ে পড়তে পারে হারিকেন ইয়ান। এর প্রভাবে সাউথ ক্যারোলিনার পাশাপাশি নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া রাজ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। এরই মধ্যে ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।