হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

কয়েক মাসের মধ্যেই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বাধ্য করতে পারে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে কিয়েভকে বাধ্য করতে পারে যুক্তরাষ্ট্র। ছবি: আল-মায়েদিনের সৌজন্যে

আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এমনটাই মনে করছেন। তবে, এ ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের যেসব ভূখণ্ড দখল করেছে তার দাবি কিয়েভকে ত্যাগ করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা ক্রমশ মেনে নিতে শুরু করেছেন যে, ইউক্রেনকে হয়তো রাশিয়ার সঙ্গে আলোচনা করতে বাধ্য হতে হবে এবং শেষ পর্যন্ত তাদের নিজেদের বলে দাবি করা ‘অঞ্চল’ যা বর্তমানে রাশিয়ার দখলে তার দাবি ত্যাগ করতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরবেন। তিনি আসার পরপরই হয়তো এ ধরনের কোনো একটি উদ্যোগ নেওয়া হতে পারে। এই অবস্থায় কিয়েভ বেশ ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে। কারণ, রণক্ষেত্রে কিয়েভের বাহিনী ক্রমবর্ধমান হারে ক্ষতির মুখোমুখি হচ্ছে। রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের দখল করা কুরস্ক অঞ্চল পুনরুদ্ধার করছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থানে আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা বিশ্বাস করেন যে, ‘কয়েক মাসের মধ্যে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চাপের মুখে পড়তে পারে’ এবং কিয়েভ হারানো ‘অঞ্চলের দাবি ত্যাগ করতে বাধ্য হতে পারে।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিয়েভ রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলের দাবি ত্যাগ করবে—ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এই বিষয়ে ‘নীরব স্বীকৃতি’ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্প্রতি ইউক্রেনকে দেশটির সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি দিয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্র এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছিল কিয়েভকে। এ ছাড়া, নিষিদ্ধ ল্যান্ডমাইন সরবরাহ করার পদক্ষেপও নিয়েছিল বাইডেন প্রশাসন। এই পদক্ষেপ এই আশায় নেওয়া হয়েছিল যে, এই অস্ত্রগুলো হয়তো যেকোনো সম্ভাব্য আলোচনার আগে কিয়েভকে দর-কষাকষির জন্য ‘যতটা সম্ভব শক্তিশালী অবস্থানে’।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তবে, বাইডেনের কর্মকর্তাদের ‘বেশির ভাগই মেনে নিয়েছেন যে, ট্রাম্প ইউক্রেনকে আর কোনো সহায়তা দেবেন না।’

মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের অনেক ইউরোপীয় মিত্র ‘হতাশ’ যে, ওয়াশিংটন ইউক্রেনকে সর্বশেষ সামরিক সহায়তা প্রদানে অনেক দীর্ঘ সময় নিয়েছে। তারা মনে করে, এই সিদ্ধান্তটি আরও আগেই নেওয়া উচিত ছিল, বিশেষ করে যখন ইউক্রেন রণক্ষেত্রে তুলনামূলক শক্তিশালী অবস্থানে ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, বাইডেন মূলত ইউক্রেনের রণক্ষেত্রের পরিবর্তিত অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিয়েভের চাপ থাকার পরও তিনি কেবল তখনই নির্দিষ্ট অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন যখন উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রাশিয়া কুরস্ক পুনরুদ্ধার করায় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও দ্রুত অগ্রগতি লাভ করতে থাকায় ওয়াশিংটন বিশেষভাবে উদ্বিগ্ন।

অপরদিকে, ইউক্রেনকে দূর পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার মার্কিন সিদ্ধান্তের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে রাশিয়ার নতুন হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই অস্ত্রটিকে ইউক্রেনের দিনেপ্রোপেত্রোভস্ক শহরে একটি সামরিক শিল্প অবকাঠামোতে হামলার কাজে লাগানো হয়েছে।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প