হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এফডিএর পূর্ণ অনুমোদন পেল ফাইজার

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজার-বায়োএনটেকের তরি করোনা টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে। ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য এই পূর্ণাঙ্গ অনুমোদনের ঘোষণা আজ সোমবার দেওয়া হয়। এর মধ্য দিয়ে এফডিএর পূর্ণ অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকার তকমা পেল ফাইজারের টিকা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, আজ সোমবার ১৬ ও তদূর্ধ্ব বয়সীদের ওপর প্রয়োগের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করা করোনা টিকাকে পূর্ণ অনুমোদন দিয়েছে এফডিএ। এ সম্পর্কিত ঘোষণায় এফিডএ জানায়, এই টিকা কোমিরনাটি নামে বাজারজাত হবে।

এত দিন ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন নিয়ে চলছিল। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি এফডিএ এই জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। গত মে মাসে এই অনুমোদনের পরিসর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য বাড়ানো হয়।

এফডিএর নতুন ঘোষণায় বলা হয়, এই টিকা এখন ১৬ বছর ও তার বেশি বয়সীদের জন্য পূর্ণ অনুমোদন পেল। আর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমতি আগের মতোই থাকছে। এ ছাড়া যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এর তৃতীয় ডোজও নেওয়া যাবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টিকা নেওয়া ১৭ কোটি মানুষের মধ্যে ৯ কোটি ২০ লাখের বেশি মানুষ ফাইজারের টিকা পেয়েছে। 

এ সম্পর্কিত বক্তব্যে এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জেনেট উডকক বলেন, ব্যাপক যাচাই-বাছাই শেষে বিভিন্ন টিকাকে জরুরি ব্যবহারের অনুমিত দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম টিকা হিসেবে পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা। কারণ এটি নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদন মান সব বিবেচনাতেই এফডিএর গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী মান ধরে রাখতে পেরেছে। এটি করোনাভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে এই অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।

এফডিএ কর্মকর্তারা বলছেন, এই অনুমোদনের ফলে যারা এখনো টিকা নেননি, তাঁরাও টিকা গ্রহণে আগ্রহী হবেন। ফলে আরও অনেকেই টিকার আওতায় আসবে, যা কোভিডের বিরুদ্ধে যুদ্ধকে অনেক সহজ করে দেবে।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া