হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কানাডাকে অঙ্গরাজ্য আর ট্রুডোকে গভর্নর বলে ট্রাম্পের বিদ্রূপ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিদ্রূপ করে ‘কানাডা প্রদেশের গভর্নর’ বলে উল্লেখ করেছেন। নিজের মালিকানাধীন ‘ট্রুথ’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রুথ পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মহৎ কানাডা প্রদেশের গভর্নর জাস্টিন ট্রুডোর সঙ্গে ডিনার করে দারুণ সময় কাটালাম। আমি গভর্নরের সঙ্গে আবার দেখা করার জন্য উন্মুখ, যাতে আমরা শুল্ক এবং বাণিজ্য নিয়ে গভীর আলোচনা চালিয়ে যেতে পারি। যার ফলাফল হবে সবার জন্য অসাধারণ!’

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম দা হিল জানিয়েছে, ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং চীনের ওপর শুল্ক বাড়ানোর কথা বলেছেন।

এদিকে অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, গত সোমবার হ্যালিফ্যাক্স চেম্বার অব কমার্সের একটি ইভেন্টে ট্রুডো ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়ায় বলেন, ‘আমেরিকানরা এখন বুঝতে শুরু করেছে যে, কানাডার ওপর শুল্ক আরোপ করলে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে যাবে।’

ট্রুডো আরও বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এমন শুল্ক আরোপ করে, তবে কানাডা পাল্টা ব্যবস্থা নেবে। তবে ট্রাম্পের সঙ্গে কাজ করা এবার কিছুটা বেশি চ্যালেঞ্জিং হবে। কারণ তাঁর টিমের পরিকল্পনা এবারের নির্বাচনের পর অনেক বেশি সুস্পষ্ট।’

জানা গেছে, গত মাসে ট্রুডো এবং ট্রাম্প ফোনে কথা বলেছিলেন। এই কথা ‘ভালো আলোচনা’ বলে বর্ণনা করেছিলেন ট্রুডো। এ ছাড়াও চলতি মাসের শুরুর দিকে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে যান ট্রুডো। সেই বৈঠককে উভয়েই ‘উৎপাদনশীল’ বলে উল্লেখ করেছেন।

গত রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর শুল্ক নীতির কারণে আমেরিকানদের জীবনযাত্রার খরচ বাড়বে কি-না, তা নিয়ে তিনি কোনো গ্যারান্টি দিতে পারেন না।

অর্থনীতিবিদরা কানাডা, মেক্সিকো এবং চীনের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের ওপর শুল্কের প্রভাব নিয়ে সতর্ক করেছেন। তবে ট্রাম্প এই উদ্বেগকে খুব একটা গুরুত্ব দেননি।

ট্রাম্পের মন্তব্য এবং ট্রুডোর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প