হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের একের পর এক মিথ্যার কারণে ক্যাপিটলে হামলা হয়েছিল: বাইডেন 

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার বর্ষপূর্তিতে ওই ঘটনার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া একটি ভাষণে বাইডেন ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।

বাইডেন বলেন, মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে হামলাকারীরা যুক্তরাষ্ট্রের গলায় ছুরি ধরেছিল। তারা এক ব্যক্তির স্বার্থ হাসিল করতেই ওই হামলা করেছিল। ট্রাম্পের একের পর এক মিথ্যার কারণে এই হামলা হয়েছিল।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি মার্কিন গণতন্ত্রকে হত্যা করতে দেবেন না। দেশের ক্ষমতার পালাবদল হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে। মার্কিন গণতন্ত্রকে নিরাপদ রাখা তাই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে পড়ে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেট সদস্যদের যৌথ অধিবেশন বসেছিল। অধিবেশন চলাকালে সেখানে হামলা করেন ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার উন্মত্ত সমর্থক। ওই দাঙ্গায় পুলিশ সদস্যসহ নিহত হয়েছিলেন পাঁচজন।

ক্যাপিটলে হামলার ঘটনা এখনো তদন্তাধীন রয়েছে। ওই দাঙ্গার সঙ্গে জড়িত থাকার দায়ে এরই মধ্যে ৭২৫ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্যাপিটলে হামলার সময় উত্তেজনা ছড়ানোর অভিযোগে টুইটার ও ফেসবুকে নিষিদ্ধ হন ট্রাম্প।

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার