হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ওবামা ও বাইডেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেললেন ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন ব্যক্তির মধ্যে তালগোল পাকিয়ে ফেলার নজির আছে। তালগোল পাকিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এক করে ফেলেছেন। অবশ্য এটিই তাঁর এমন প্রথম ঘটনা নয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ভার্জিনিয়ায় এক র‍্যালিতে বাইডেন ও ওবামার মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন ট্রাম্প। এই তালগোল বাইডেনের পর এবার ট্রাম্পের বয়সের বিষয়টিকেও সামনে এনেছে। বাইডেন ও ট্রাম্পের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়। বাইডেনের বয়স যেখানে ৮১ সেখানে ট্রাম্পের ৭৭ বছর। 

ভার্জিনিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প মূলত বাইডেনকে ইঙ্গিত করে বলেন, ‘ওবামার প্রতি (রাশিয়ার প্রেসিডেন্ট) পুতিনের খুব একটা শ্রদ্ধা নেই এবং এ কারণে তিনি (পুতিন) আজকাল তাঁকে লক্ষ্য করে শব্দবোমা নিক্ষেপ করা শুরু করেছেন। আপনারও তা শুনেছেন। আজকাল তিনি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের হুমকি নিয়েও কথা বলতে শুরু করেছেন।’ 

বাইডেনের পরিবর্ত ওবামার নাম উচ্চারণ করায় মিছিলে উপস্থিত জনতার মধ্যে পিনপতন নীরবতা নেমে আসে। কারণ ওবামা ৭ বছরেরও বেশি সময় আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব শেষ করেছেন এবং সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। 

এ নিয়ে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প এমন তালগোল পাকালেন। তাও আবার স্রেফ বিগত ৬ মাসের মধ্যে। এর আগে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালির সঙ্গে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে মিলিয়ে ফেলেছিলেন। 

এর আগে, জো বাইডেন তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছিলেন। তারও আগে তিনি একবার মলা হ্যারিসকে ফার্স্ট লেডি বলেও আখ্যা দিয়েছিলেন। ২০২২ সালে বাইডেন কমলা হ্যারিসকে ‘মহান প্রেসিডেন্ট’ বলেও আখ্যা দিয়েছিলেন। সেদিন ছিল কমলা হ্যারিসের জন্মদিন।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি