হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ওবামা ও বাইডেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেললেন ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন ব্যক্তির মধ্যে তালগোল পাকিয়ে ফেলার নজির আছে। তালগোল পাকিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এক করে ফেলেছেন। অবশ্য এটিই তাঁর এমন প্রথম ঘটনা নয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ভার্জিনিয়ায় এক র‍্যালিতে বাইডেন ও ওবামার মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন ট্রাম্প। এই তালগোল বাইডেনের পর এবার ট্রাম্পের বয়সের বিষয়টিকেও সামনে এনেছে। বাইডেন ও ট্রাম্পের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়। বাইডেনের বয়স যেখানে ৮১ সেখানে ট্রাম্পের ৭৭ বছর। 

ভার্জিনিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প মূলত বাইডেনকে ইঙ্গিত করে বলেন, ‘ওবামার প্রতি (রাশিয়ার প্রেসিডেন্ট) পুতিনের খুব একটা শ্রদ্ধা নেই এবং এ কারণে তিনি (পুতিন) আজকাল তাঁকে লক্ষ্য করে শব্দবোমা নিক্ষেপ করা শুরু করেছেন। আপনারও তা শুনেছেন। আজকাল তিনি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের হুমকি নিয়েও কথা বলতে শুরু করেছেন।’ 

বাইডেনের পরিবর্ত ওবামার নাম উচ্চারণ করায় মিছিলে উপস্থিত জনতার মধ্যে পিনপতন নীরবতা নেমে আসে। কারণ ওবামা ৭ বছরেরও বেশি সময় আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব শেষ করেছেন এবং সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। 

এ নিয়ে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প এমন তালগোল পাকালেন। তাও আবার স্রেফ বিগত ৬ মাসের মধ্যে। এর আগে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালির সঙ্গে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে মিলিয়ে ফেলেছিলেন। 

এর আগে, জো বাইডেন তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছিলেন। তারও আগে তিনি একবার মলা হ্যারিসকে ফার্স্ট লেডি বলেও আখ্যা দিয়েছিলেন। ২০২২ সালে বাইডেন কমলা হ্যারিসকে ‘মহান প্রেসিডেন্ট’ বলেও আখ্যা দিয়েছিলেন। সেদিন ছিল কমলা হ্যারিসের জন্মদিন।

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প