হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটল হিল দাঙ্গা: ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস প্যানেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে সমন জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পকে সম্বোধন করে একটি নথিতে বলা হয়েছে, আপনিই প্রথম এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচন বানচাল করার চেষ্টার কেন্দ্রে ছিলেন। এতে আরও বলা হয়েছে, আপনি জানতেন, এ ধরনের কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।

ট্রাম্পের একজন আইনজীবী কমিটিতে থাকা আইনপ্রণেতাদের এ ধরনের উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে তাঁর সঙ্গে এসব করা হচ্ছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমনের আদেশ না মানলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন। কমিটির সামনে প্রয়োজনীয় নথি উত্থাপনের জন্য সাবেক প্রেসিডেন্টকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে অবশ্যই ১৪ নভেম্বরের মধ্যে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে হবে।

ডোনাল্ড ট্রাম্প যদি সাক্ষ্য দিতে কিংবা নথি হস্তান্তর করতে অস্বীকার করেন, তবে বিষয়টি বিচার বিভাগের কাছে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে তখন ফৌজদারি অভিযোগের কার্যক্রম শুরু হবে।

এর আগে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড ও ৬ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই কারাদণ্ডাদেশের মাত্র কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হলো।

স্টিভ ব্যানন কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিতে এবং নথি হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নাভারোর বিরুদ্ধে। তাঁকেও আগামী মাসে কংগ্রেস অবমাননার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে সহিংসতা চালিয়েছিল। সেই সহিংসতার তদন্ত করছে কংগ্রেসের নির্বাচিত কমিটি। কংগ্রেসের কমিটির ৯ জন সদস্য ওই সহিংস ঘটনার ব্যাপারে সর্বসম্মতভাবে রিপাবলিকানদের অবস্থান জানাতে গত সপ্তাহে ভোট দিয়েছেন।

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার