হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জুলাইয়ে সৌদি আরব-ইসরায়েল সফরে যাবেন বাইডেন

চলতি বছরের জুলাইয়ে সৌদি আরব ও ইসরায়েল সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্য জুলাইয়ের দিকে তিনি এই সফর করবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস আগামী সপ্তাহেই বাইডেনের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এই সফরে বাইডেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র সৌদি আরব ও ইসরায়েলে বাইডেনের সফরের পরিকল্পনা রয়েছে বলে নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেছেন, ‘সফরের বিষয়ে এখনো বিস্তারিত জানা নেই। তবে আমরা শিগগিরই এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ 

বাইডেন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম কমানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। তাই বাইডেনের এই সফরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। 

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সৌদি নাগরিক ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যায় যুবরাজ সালমানের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করে বাইডেন সরকার। জামাল খাসোগির হত্যাকাণ্ড একজন সংস্কারবাদী হিসেবে যুবরাজ সালমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে সৌদি সরকার খাসোগি হত্যায় সম্পৃক্ততার বিষয়ে অস্বীকার করেছে। 

 

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার