হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জুলাইয়ে সৌদি আরব-ইসরায়েল সফরে যাবেন বাইডেন

চলতি বছরের জুলাইয়ে সৌদি আরব ও ইসরায়েল সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্য জুলাইয়ের দিকে তিনি এই সফর করবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস আগামী সপ্তাহেই বাইডেনের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এই সফরে বাইডেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র সৌদি আরব ও ইসরায়েলে বাইডেনের সফরের পরিকল্পনা রয়েছে বলে নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেছেন, ‘সফরের বিষয়ে এখনো বিস্তারিত জানা নেই। তবে আমরা শিগগিরই এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ 

বাইডেন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম কমানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। তাই বাইডেনের এই সফরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। 

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সৌদি নাগরিক ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যায় যুবরাজ সালমানের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করে বাইডেন সরকার। জামাল খাসোগির হত্যাকাণ্ড একজন সংস্কারবাদী হিসেবে যুবরাজ সালমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে সৌদি সরকার খাসোগি হত্যায় সম্পৃক্ততার বিষয়ে অস্বীকার করেছে। 

 

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প