রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও রাশিয়ান কূটনীতিকদের বৈঠকের আগে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, আমরা এখন এমন পর্যায়ে আছি যেখান থেকে যে কোনো সময়ে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
আগামী শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এর আগেই সাকি ইউক্রেন ইস্যুতে এই বার্তা দিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ব্লিঙ্কেনের লক্ষ্য হলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি করানো।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা বাড়ানোয় শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো। যদিও মস্কো বলছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই।
সংবাদ সম্মেলনে সাকি বলেন, যদি পুতিন ইউক্রেনের হামলার সিদ্ধান্ত নেয় তাহলে যুক্তরাষ্ট্র গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।
পুতিন এই সংকটের জন্য দায়ী উল্লেখ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, কূটনৈতিক পথ খোলা আছে। আমরা অবশ্যই আশা করি তারা সেই পথ ধরবে। অন্য পথ আছে। তারা কোন পথে যাবে তা নির্ধারণ করা রাশিয়ানদের ওপর নির্ভর করে। কূটনৈতিক সমাধান না হলে পরিণতি গুরুতর হবে।