হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ‘বম্ব সাইক্লোন’, বাতিল সাড়ে ৪ হাজার ফ্লাইট

বড়দিনের আগেই ‘বম্ব সাইক্লোন’ বা প্রবল তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে তুষারের চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা। ভারী তুষারপাতের জেরে বাতিল করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট। ফলে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের ছুটির মধ্যে ভ্রমণ ব্যাহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ৪০ ডিগ্রি নিচে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে সাড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শিকাগোর দুটি প্রধান বিমানবন্দরেই বাতিল হয়েছে ১২ শ ফ্লাইট। 

তুষার ঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তুষার ঝড় সবচেয়ে বেশি আঘাত হেনেছে শিকাগো, ডেট্রয়েট ও মিনেসোটার মিনিয়াপোলিসে। এই সব শহরের রাস্তাঘাটে পুরু তুষার জমে যাওয়ায় বহু জায়গায় যান চলাচল বিঘ্নিত হয়। এ ছাড়া কয়েকটি রাজ্যে বেশ কিছু লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলপথ কর্তৃপক্ষ। অনেক জায়গায় বন্ধ রাখা হয়েছে মেট্রো পরিষেবাও। এতে বড়দিনের ছুটিতে লোকজনদের বেড়াতে যাওয়ার পরিকল্পনায় বিঘ্ন ঘটছে। 

মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক থেকে এই তুষার ঝড় শুরু হয়। ‘বম্ব সাইক্লোন’ নামের এই ঝড় ক্রমশ অগ্রসর হয় পূর্ব দিকে। 

এদিকে ‘বম্ব সাইক্লোন’ এই নিয়ে সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তুষার সরাতে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তুষারপাত বন্ধ হলেই দ্রুত জনজীবন স্বাভাবিক করতে তৎপর হবে বলে জানিয়েছে প্রশাসন।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার