গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। পশ্চিমারা তালেবানকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। আফগানিস্তানের বিপুল পরিমান অর্থ তারা আটকে দেয়। তবে এবার আফগানিস্তানের জব্দকৃত ৭০০ কোটি ডলারের অর্ধেক ফিরিয়ে দেবে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়সময় শুক্রবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে সই করতে পারেন।
এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আফগানিস্তানের জনগণের সুবিধার জন্য এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য’ ৩৫০ কোটি টাকা বুঝিয়ে দেওয়ার জন্য কাজ করছে মার্কিন সরকার।
উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের মুখে দুর্ভিক্ষের মুখে পড়েছে আফগানিস্তানের জনগণ। আফগানিস্তানের জব্দকৃত টাকা ফেরতের দাবির মুখেই এ সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।