হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভোটের আগে ফৌজদারি মামলা স্থগিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না। 

এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে। 

এসব মামলার বিচার থামিয়ে দিতে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না। 

এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে।

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের