হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনের বারে গিটার বাজিয়ে গান গেয়ে সমালোচনার মুখে ব্লিঙ্কেন

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার ইউক্রেনে গিয়ে হাজির হয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করতে গিয়ে কিয়েভের একটি বারে গিটার বাজিয়ে গানও গেয়েছেন তিনি। তবে ইউক্রেনসহ বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ব্লিঙ্কেনের গান পরিবেশনকে সমালোচনা বিদ্ধ করেছেন তাঁর দেশেরই কিছু রক্ষণশীল ব্যক্তি ও গোষ্ঠী।

বুধবার ফক্স নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্লিঙ্কেনের গান পরিবেশনের একটি ভিডিও মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বারে ‘নাইনটিন পয়েন্ট নাইন্টি-নাইন’ নামে স্থানীয় একটি ব্যান্ডের সঙ্গে নেইল ইয়ংয়ের ‘রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি পরিবেশন করছেন।

এর আগে মঞ্চের মধ্যে একটি লাল রঙের গিবসন গিটার কাঁধে নিয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে ব্লিঙ্কেন বলেন, ‘আমি জানি এটা সত্যি সত্যিই এক কঠিন সময়। আপনাদের সৈনিকেরা, নাগরিকেরা বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে মারাত্মক ভোগান্তির মধ্যে আছে। তবে তাঁদের জানা প্রয়োজন, আপনারও জানা প্রয়োজন যে—যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে। এর মানে হলো পৃথিবীর বেশির ভাগ অংশই আপনাদের সঙ্গে আছে।’

ইউক্রেনের সৈন্যদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সৈনিকেরা শুধু ইউক্রেনকে মুক্ত করার জন্যই লড়ছে না, বরং তাঁরা মুক্ত পৃথিবীর জন্য লড়াই করছে। আর মুক্ত পৃথিবীও আপনাদের পাশে আছে।’

ব্লিঙ্কেনের মুখ থেকে আশাবাদের কথা এবং গান শুনে উপস্থিত দর্শকেরা উল্লাসে মেতে ওঠেন। তবে যুক্তরাষ্ট্রের কিছু রক্ষণশীল গোষ্ঠী গাজা-ইসরায়েল সংঘাত এবং রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে ব্লিঙ্কেনের এমন গান গেয়ে বেড়ানোকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন।

গান পরিবেশনের ভিডিওটি শেয়ার করে যুক্তরাষ্ট্রের স্টেট ফ্রিডম ককাস নেটওয়ার্কের ক্রেইগ প্রাইস অ্যাক্স মাধ্যমে লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেনে গিয়ে কিয়েভের একটি বারে গিটার বাজালেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমেরিকান ট্যাক্স ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলেন।’

মার্কিন সাংবাদিক নিক সর্টোর লিখছেন, ‘ইউক্রেনকে আরও ৮০ বিলিয়ন ডলার দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানকার একটি বারে পার্টি করছেন। এখানে দেখার কিছুই নেই।’

ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সার ব্রিক সুইট লিখেছেন, ‘পৃথিবী যখন পুড়ে যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তখন ইউক্রেনে গিয়ে গিটার বাজাচ্ছেন। আমরা তাদের ৮০ বিলিয়ন ডলার দিয়েছি আর তিনি বারে গান গেয়ে বিষয়টি উদ্‌যাপন করলেন।’

টিভি উপস্থাপক মেগান ম্যাককেইন লিখেছেন, ‘আমি আগেও শত শত বার বলেছি যে, থিয়েটারে ব্যর্থ কিছু শিশু, অভিনেতা, সংগীত শিল্পী রাজনীতিতে নেমেছে।’

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প