হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভাঙচুরের ৩ বছর পর আবারও ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা তথা ক্যাপিটল হিল সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি তাঁর সমর্থকেরা সেখানে ভাঙচুর চালানোর তিন বছরের বেশি সময় পর সেখানে গেলেন তিনি। নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেই সেখানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আগামী নভেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য মনোনীত প্রার্থী ঐক্যের ক্যাপিটল হিলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন, তিনি দলের মধ্যকার যেকোনো দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে তিনি ২০০ ব্যবসায়ী নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন। 

ট্রাম্পের ক্যাপিটল হিল সফরের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পই বিদ্রোহের উসকানিদাতা ছিলেন...ক্রাইম সিনে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি এটিই প্রমাণ করলেন। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে অবস্থিত রিপাবলিকান পার্টির দলীয় কার্যালয়ে যান। এ সময় একদল লোক ট্রাম্পের আগমনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। নিউইয়র্কের আদালতে ব্যবসায়িক তথ্য জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক দিন পর তিনি ক্যাপিটল হিল সফরে গেলেন। 

পরে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর দলের মধ্যে দারুণ ঐক্য বিরাজ করছে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, দলের কোনো নেতার সঙ্গে মতবিরোধ থাকলেও তিনি সব পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সবার সঙ্গে আছি এবং আপনাদের সবার সঙ্গে থাকব।’ 

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমাদের মনে এখন একটি মাত্র বিষয় আছে, সেটি হলো—আমাদের দেশকে আবারও মহান করে তুলতে হবে।’ এ সময় ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একদল সমর্থক বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি।’ জবাবে ট্রাম্প বলেন, ধন্যবাদ। 

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাউস অব রিপ্রেজেনটেটিভসের বর্তমান স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন বলেন, সাবেক প্রেসিডেন্ট আজ সকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনাসহ হাজির হয়েছিলেন আমাদের মাঝে।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার