হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভাইকে সাহায্য করার অভিযোগ সিএনএনের উপস্থাপক বরখাস্ত 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাঁকে সাহায্য করেছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের উপস্থাপক ক্রিস কুয়োমো। আর এ কারণে তাঁকে বরখাস্ত করেছে সিএনএন। স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

করোনা মহামারির শুরুতে, অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নিউ ইয়র্কে করোনার প্রকোপ বাড়ার পর এ নিয়ে দৈনিক ব্রিফ করে প্রশংসিত হন শহরটির তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। কিন্তু কয়েক মাস পরে তাঁর বিরুদ্ধে ১১ জন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত আগস্টে অ্যান্ড্রু কুয়োমো পদত্যাগ করেন। 

গত অক্টোবরে, ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু কুয়োমোর জোরপূর্বক স্পর্শ করার জন্য অপরাধে মামলা দায়ের করা হয়। সিএনএন জানায়, যৌন হয়রানির অভিযোগ থেকে ভাইকে বাঁচাতে চেষ্টা করেছিলেন ক্রিস কুয়োমো। 

এ নিয়ে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের মুখপাত্র বলেন, নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসের নথি থেকে বোঝা যায় যে ক্রিস কুয়োমো তাঁর ভাইকে বাঁচানোর চেষ্টা চালিয়েছে।

ওই মুখপাত্র আরও বলেন, সিএনএন বুঝতে পেরেছে যে ক্রিস কুয়োমোর কাছে তাঁর পরিবার প্রথম এবং এরপর হলো চাকরি। সবকিছু বিবেচনা করে অনির্দিষ্ট সময়ের জন্য তাঁকে বরখাস্ত করা হলো।

নিউ ইয়র্কের সাবেক গভর্নর মারিও কুয়োমোর ছেলে অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো। গতকাল মঙ্গলবার সিএনএনে ক্রিস কুয়োমোর অনুষ্ঠানে অ্যান্ডারসন কুপারকে উপস্থাপনা করতে দেখা গেছে।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও