হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গুঁড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সেই ভবন, এখনো নিখোঁজ ১১৭ 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১১৭ জন। গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মায়ামির সার্ফসাইডে ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধারকারী বাহিনীর একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এখন কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।

স্থানীয় সময় সোমবারও উদ্ধারকারী বাহিনী পুরোদমে উদ্ধারকাজ চালিয়েছে।
 
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, সোমবার একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

 এর আগে ক্রান্তীয় ঝড় এলসা আঘাত হানার শঙ্কায় ১২তলা ভবন ধ্বংসস্তূপ থেকে সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি ও নিহতদের দেহাবশেষ উদ্ধারে চলমান অভিযান স্থগিত করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার সেটি আবার শুরু হয়।

উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি।

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব