হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

পোল্যান্ডের ওয়ারশ’ বিমানবন্দরে উড়োজাহাজে উঠতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, উড়োজাহাজের সিঁড়ির মধ্যেই পড়ে যান তিনি। পরে অবশ্য নিজেকে সামলে নেন। তবে তিনি পড়ে যাওয়ার ফলে আহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইটে সিঁড়ি বেয়ে উঠছেন প্রেসিডেন্ট বাইডেন। মাঝামাঝি ওঠবার পরই হোঁচট খান তিনি। তবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান এবং কয়েক ধাপ সিঁড়ি বেয়ে দরজার কাছে গিয়ে হাত নাড়েন। এর পর উড়োজাহাজের ভেতরে প্রবেশ করেন তিনি। 

সম্প্রতি পোল্যান্ড হয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে যান মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সফর শেষে যখন যুক্তরাষ্ট্র ফিরছিলেন, তখন পোল্যান্ডের ওয়ারশ’ বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

২০২১ সালেও ঠিক একইভাবে পড়ে গিয়েছিলেন বাইডেন। সেই সময় তিনি হোঁচট খেয়ে বেশ কয়েকটি সিঁড়ি থেকে পড়ে যান। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ আছেন। উঁচুতে ওঠার সময় ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার