হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৪৮ দিনে ৭৩ খুন: বাইডেন বললেন, যথেষ্ট

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা থামছেই না। প্রায় দিনেই গুলি করে মানুষ হত্যার খবর পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার মিসিসিপিতে এক ব্যক্তি গুলি করে তাঁর সাবেক স্ত্রীসহ ছয়জনকে হত্যা করেছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রাতেই এক বিবৃতি দিয়েছেন জো বাইডেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘চলতি বছরে মাত্র ৪৮ দিন পার করেছি আমরা। এরই মধ্যে ৭৩ জন গুলিতে মারা গেছে। এই অবস্থা চলতে পারে না। যথেষ্ট হয়েছে। বন্দুক সহিংসতা মহামারি আকার ধারণ করেছে। এটা থামাতে কংগ্রেসকে এখনই কাজ করতে হবে।’

গত মাসে ক্যালিফোর্নিয়ায় এক সপ্তাহের কম সময়ে দুটি মারাত্মক গণগুলির ঘটনা ঘটেছে। সেই ঘটনার উল্লেখ করে জো বাইডেন বলেছেন, ‘আমাদের কমনসেন্স দরকার। এখনই বন্দুক আইন সংস্কার করা প্রয়োজন।’ 

জো বাইডেন অ্যাসল্ট রাইফেলের ওপর জাতীয় নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যাসল্ট রাইফেলের ওপর নিষেধাজ্ঞা ছিল। সেটি আবার পুনর্বহাল করতে চান জো বাইডেন। কিন্তু রিপাবলিকানদের বিরোধিতার কারণে তা সম্ভব হচ্ছে না। সংসদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এদিকে গত সোমবারেও মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনার তিন দিন পর মিসিসিপিতে গুলিতে নিহতের ঘটনা ঘটল।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ২০২৩ সালের শুরুতেই যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বন্দুক হামলা হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০টি গুলির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।

যুক্তরাষ্ট্রে গত এক দশকের মধ্যে বন্দুক সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড ২০২০ সালে। মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্যমতে, ওই বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত বা গুলিতে হওয়া ক্ষতের কারণে মোট ৪৫ হাজার ২২২ জন মারা গেছে। এগুলোর মধ্যে যেমন বন্দুক সহিংসতা আছে, তেমনি আছে হত্যা, আত্মহত্যাও।

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের