হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৯ মাসেও লাভের মুখ দেখেনি মাস্কের টুইটার

প্রায় ৯ মাস আগে টুইটার কিনেছিলেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। কিন্তু কেনার পর নয় মাস পেরিয়ে গেলেও এখনো লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। উল্টো দেনায় চলছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। টুইটারের মালিক ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার ইলন মাস্ক এক টুইটে টুইটারের বিষয়ে এ তথ্য জানিয়েছেন। মাস্ক জানিয়েছেন, বর্তমানে টুইটারের বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে প্রায় ৫০ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটির বেশ কিছু দেনাও রয়েছে।

মাস্ক তার টুইটে লিখেন, ‘আমাদের এখন কোনো ধরনের বিলাসিতা করার আগে নগদ টাকার প্রবাহ বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।’ 

গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কেনার পর থেকেই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। ব্যয় সংকোচনের জন্য কয়েক হাজার কর্মচারীর ছাঁটাই, টুইটারের কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা, টুইটারের ভেরিফিকেশন পাওয়ার জন্য টাকা দাবি ইত্যাদি কারণে বিজ্ঞাপনদাতারা টুইটার থেকে মুখ ফিরিয়ে নেন। 

দীর্ঘ সময় মাস্ক নিজেই টুইটার প্রধানের পদটি অলংকৃত করলেও তার প্রতিষ্ঠান লাভের মুখ দেখেনি। পরে মাস্ক এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের প্রধান লিন্ডা জাকারিনোকে টুইটারের প্রধান হিসেবে নিয়োগ দেন। বিশ্লেষকদের ধারণা বিজ্ঞাপন আয় বাড়ানোর লক্ষ্যেই জাকারিনোকে মাস্ক নিয়োগ দিয়েছেন। তবে গত জুন থেকে জাকারিনো যোগ দিলেও এখনো তেমন কোনো সাফল্য দেখাতে পারেননি।

এদিকে গত ১৩ জুলাই টুইটার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটরদের আরও আকৃষ্ট করতে টুইটারের বিজ্ঞাপন থেকে উপার্জিত একটি অংশ তাদের দেওয়া হবে।

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের