হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ‘খুব ভালো’ ফোনালাপ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।

ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প এই ফোনালাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি খুব ভালো ফোনালাপ শেষ করেছি। এটি প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।’

এই ফোনালাপের বেশির ভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হওয়া ফোনালাপের ওপর ভিত্তি করে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনের চাহিদা ও অনুরোধগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতেই এমন প্রচেষ্টা।

ট্রাম্প যোগ করেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে আলোচনার মূল বিষয়গুলোর একটি নির্ভুল বিবরণ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই প্রকাশিত হবে।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ