হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আইএস জিহাদি এল শাফি শিরশ্ছেদের দায়ে দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত ইসলামিক স্টেটের (আইএস) একজন প্রাক্তন ব্রিটিশ জিহাদিকে শিরশ্ছেদের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর নাম এল শাফি এলশেখ। তিনি সাংবাদিক এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীসহ সিরিয়ায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে জিম্মি, অপহরণ, নির্যাতন ও শিরশ্ছেদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দিন বিচারকার্যের পর গতকাল বৃহস্পতিবার মার্কিন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। ৩৩ বছর বয়সী এল শাফি ‘বিটলস’ নামে পরিচিত ছিলেন। তাঁর হাতে চারজন মার্কিন জিম্মির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সাংবাদিক জেমস ফোলি, স্টিভেন সটলফ ও স্বেচ্ছাসেবী কায়লা মুলার এবং পিটার ক্যাসিগ। এ ছাড়া ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইনস, অ্যালান হেনিং এবং জাপানি সাংবাদিক হারুনা ইউকাওয়া ও কেনজি গোটোর মৃত্যুর জন্যও তাঁকে দায়ী করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছিল এবং তাঁদের মৃত্যুর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। তখন এসব নৃশংস হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। 

এল শাফি ছিলেন ইসলামিক স্টেটের চার সদস্যের একটি সন্ত্রাসী সেলের সদস্য। সাংবাদিক জেমস ফোলি এবং স্বেচ্ছাসেবী কায়লা মুলার ও পিটার ক্যাসিগের হত্যাদৃশ্যের ভিডিও প্রকাশের পর এই সেলটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প