হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আইএস জিহাদি এল শাফি শিরশ্ছেদের দায়ে দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত ইসলামিক স্টেটের (আইএস) একজন প্রাক্তন ব্রিটিশ জিহাদিকে শিরশ্ছেদের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর নাম এল শাফি এলশেখ। তিনি সাংবাদিক এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীসহ সিরিয়ায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে জিম্মি, অপহরণ, নির্যাতন ও শিরশ্ছেদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দিন বিচারকার্যের পর গতকাল বৃহস্পতিবার মার্কিন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। ৩৩ বছর বয়সী এল শাফি ‘বিটলস’ নামে পরিচিত ছিলেন। তাঁর হাতে চারজন মার্কিন জিম্মির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সাংবাদিক জেমস ফোলি, স্টিভেন সটলফ ও স্বেচ্ছাসেবী কায়লা মুলার এবং পিটার ক্যাসিগ। এ ছাড়া ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইনস, অ্যালান হেনিং এবং জাপানি সাংবাদিক হারুনা ইউকাওয়া ও কেনজি গোটোর মৃত্যুর জন্যও তাঁকে দায়ী করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছিল এবং তাঁদের মৃত্যুর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। তখন এসব নৃশংস হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। 

এল শাফি ছিলেন ইসলামিক স্টেটের চার সদস্যের একটি সন্ত্রাসী সেলের সদস্য। সাংবাদিক জেমস ফোলি এবং স্বেচ্ছাসেবী কায়লা মুলার ও পিটার ক্যাসিগের হত্যাদৃশ্যের ভিডিও প্রকাশের পর এই সেলটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার