হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

তুরস্কে রুশ গোয়েন্দাপ্রধানের সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

ইউক্রেনর খেরসন থেকে সেনা সরিয়ে নেওয়ার তিন দিনের মাথায় রাশিয়ার গোয়েন্দা প্রধান সেরগেই নারিশকিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস। একটি রুশ সংবাদমাধ্যম এবং মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

তবে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে বলা হয়েছে, উইলিয়াম জে বার্নসের এ বৈঠক কোনোভাবেই ইউক্রেন যুদ্ধের কোনো মীমাংসা নিয়ে আলোচনার জন্য নয়। মূলত ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করার জন্যই বার্নস আজ সোমবার তুরস্কে রুশ গোয়েন্দাপ্রধানের সঙ্গে দেখা করেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্রও এমনটিই জানিয়েছেন। 

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, আঙ্কারায় বার্নসের বৈঠকে যুদ্ধের মীমাংসা নিয়ে কোনো আলোচনা হয়নি। সরকারি নিরাপত্তা সংস্থাটির মুখপাত্র বলেছেন, এই সফরের বিষয়ে ইউক্রেনকে আগেই জানানো হয়েছি। 

সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেছেন, যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা শুরু হলে সেটির দিক নির্দেশনা দেবে ইউক্রেন, এখানে যুক্তরাষ্ট্র কিছু বলবে না। 

তবে রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য ইউক্রেনকে চাপ দেওয়া হবে কি না তা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ স্তরে একটি মতবিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠকে পরামর্শ দেওয়া হয়, যুদ্ধে সাম্প্রতিক অর্জন ধরে রাখতে হলে ইউক্রেনকে আলোচনার টেবিলে বসা উচিত। 

আজকের বৈঠকের বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, বৈঠকে রাশিয়ায় আটক আমেরিকানদের মুক্তির বিষয়টি উত্থাপন করার পরিকল্পনাও ছিল। 

রুশ ব্যবসায়িক দৈনিক কমারসান্ত পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, আজ আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশকিন। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি এস পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৈঠকটি যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু প্রকাশে রাজি হননি তিনি। সিআইএর একজন মুখপাত্রের সঙ্গে নিউইয়র্ক টাইমস যোগাযোগ করলে তিনিও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মুখপাত্র বলেছেন, সিআইএ প্রধানের কোনো ভ্রমণের বিষয়ে সংস্থার পক্ষ থেকে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় না। 

রাশিয়া এবং ইউক্রেনের কর্মকর্তারা সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেকটা প্রকাশ্যেই তাঁদের আশাবাদের কথা বলেছেন। এ ধরনের একটি আলোচনা আঙ্কারায় শুরু হয়েছিল। তবে সেটি শেষ পর্যন্ত এগোয়নি। সেই ঘটনার পর ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। মার্কিন কর্মকর্তারাও আশা করছেন আলোচনা শিগগিরই শুরু হবে। 

মার্কিন এবং ইউরোপীয় নেতাদের এখনকার লক্ষ্য যুদ্ধ যাতে কোনোভাবেই ইউক্রেনের ভূখণ্ড অতিক্রম না করে। তাঁরা যে কোনো মূল্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কৌশলগত পারমাণবিক অস্ত্র বা গণবিধ্বংসী অন্য অস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখার চেষ্টা করছেন। অবশ্য মস্কো ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পুতিন বরাবর অস্বীকার করেছেন। যদিও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়ার সামরিক নেতারা সম্প্রতি ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। 

এদিকে বাইডেন প্রশাসন ডব্লিউএনবিএ তারকা ব্রিটনি গ্রিনার এবং ‘গুপ্তচর’ পল হোয়েলানকে ফেরাতে রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময়ের জন্য আলোচনায় বসার চেষ্টা করছে। গত বছরের আগস্টে মার্কিন কর্মকর্তারা জেনেভায় পুতিন–বাইডেন বৈঠকের একটি পথ খোঁজার কথা বলেছিলেন। বাইডেন প্রশাসন দুই মার্কিন নাগরিকের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রে বন্দী রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউতকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। 

এর আগেও সিআইএ প্রধান বার্নসকে ইউক্রেনের বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের জন্য পাঠানো হয়েছিল। পুতিন গত ফেব্রুয়ারিতে পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগে, বার্নস গত বছরের নভেম্বরে মস্কোতে গিয়েছিলেন। সেখানে বার্নস ভিডিও কনফারেন্সে পুতিনের সঙ্গে কথা বলেন। পুতিন ওই সময় সোচিতে অবস্থান করছিলেন। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও