রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন এই মন্তব্য করেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় এক সংবাদকর্মী পুতিন সম্পর্কে তাঁর মন্তব্য জানতে চাইলে বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) একজন কসাই।’
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনে এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন এর আগে পুতিনকে যুদ্ধাপরাধী বলেছিলেন। এ ছাড়া বাইডেন তাঁকে একজন হত্যাকারী এক নায়ক হিসেবেও অভিহিত করেছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বাইডেন অমানবিক হিসেবে মন্তব্য করেছেন।
ওয়ারশের শরণার্থীশিবিরে থাকা শিশুদের প্রসঙ্গে বাইডেন বলেন, এখানে থাকা প্রত্যেকটি শিশু বলেছে, তাদের স্বজনেরা যারা যুদ্ধ করছে, তাদের জন্য প্রার্থনা করতে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই তীব্র নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা। এ ছাড়া তারা রাশিয়ার ওপর নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছে।