হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৮ আরোহী নিয়ে জাপানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

জাপানের ইয়াকুশিমা দ্বীপে আট আরোহী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। জাপানি কোস্টগার্ড বিবিসিকে জানিয়েছে, এক আরোহীকে খুঁজে পাওয়া গেছে, তবে তাদের অবস্থা স্পষ্ট নয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইয়াকুশিমার কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, সিভি–২২ ওস্প্রে নামে এয়ারক্র্যাফটটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জরুরি কারণে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় সেটার বাম ইঞ্জিনে আগুন ধরে যায়। ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ওস্প্রে হলো এমন একধরনের উড়োজাহাজ যা হেলিকপ্টার ও টার্বোপ্রপ হিসেবে কাজ করে। গত কয়েক বছরে এ ধরনের বিমান বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। 

কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের ইয়াকুশিমা জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত। 

গত আগস্টে সামরিক মহড়ার সময় আরেকটি ওস্প্রে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ২৩ জনের মধ্যে তিন মার্কিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়।  

২০১৭ সালেও ওস্প্রে দুর্ঘটনায় তিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছিল। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলে অবতরণের চেষ্টা করার সময় ওস্প্রেটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলার তেল ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে ‘তিন ধাপের’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প