হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার মার্কিন পণ্যে ২০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপের ঘোষণা দিল কানাডা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। তারপরও কানাডার এই পণ্যের ও ২৫ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যেও ২০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির অন্তত তিনজন মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে আজ বুধবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।

কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাং আজ ঘোষণা করেছেন—আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১২: ০১ মিনিট থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

লেব্ল্যাং জানিয়েছেন, নতুন তালিকায় খেলাধুলার সরঞ্জাম, কম্পিউটার এবং কাস্ট আয়রনের মতো পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন বাজার খোঁজার উদ্যোগ এবং অর্থায়নের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন কানাডার অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা জানি এটি কঠিন সময়, তাই শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’

এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘কানাডা শক্ত অবস্থানে রয়েছে। এটি প্রতিদিনের একটি লড়াই।’

তিনি উল্লেখ করেছেন, শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাত দিচ্ছে, যা প্রতিদিন পরিবর্তন হচ্ছে।

জোলি আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা তোমাদের সেরা বন্ধু, প্রতিবেশী ও মিত্র।’

তিনি উল্লেখ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গ্রাহক এবং এই সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে।

জোলি জানান, তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কাজ করবেন যাতে তাঁরাও তাঁদের ওপর আরোপিত শুল্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে করণীয় জানাতে গিয়ে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন বলেছেন, ‘আমাদের স্থানীয় পণ্য কেনার দিকে নজর দিতে হবে। আমরা আমাদের রপ্তানি বৈচিত্র্যময় করতে পারি। তবে স্থানীয় পণ্য কেনার মাধ্যমেও আমরা অর্থনীতিকে শক্তিশালী করতে পারি।’

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি