হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনা নিয়ে আরও ভুগতে হবে: ফাউসি

ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেলটা ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস মহামারির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। 
 
 এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই চিকিৎসা উপদেষ্টা বলেন, করোনা নিয়ে আরও ভুগতে হবে তবে এ জন্য কোভিড-১৯ টিকা না নেওয়া মানুষকেই দোষারোপ করেছেন তিনি। 

 সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। করোনা টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহের কারণে দেশটির লাখ লাখ মানুষ এখনো টিকা নিতে ইচ্ছুক নন। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে ৩০ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। তবে ৩০ জুলাই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৭ হাহার ৮২৭ জনে। 

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মার্কিন নাগরিকদের টিকা নিতে শুরু থেকেই উদ্বুদ্ধ করে আসছেন ড. অ্যান্থনি ফাউসি। তিনি বলছেন, টিকা নিয়ে আপনি নিজেকে গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন। আর যারা টিকা নিচ্ছে না, তারা কার্যত ভাইরাসের বংশ বিস্তারে সাহায্য করছে। 

ফাউসি বলেন, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি। 

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ আরও বলেন, ‘আমরা লকডাউনের কথা ভাবছি না। কিন্তু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আমরা আরও কষ্ট ও দুর্দশার মধ্যে পড়তে পারি। 

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এই রোগ আক্রান্ত ও মৃতের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।  আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৯২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২৯ হাজার ৩৮০ জন মারা গেছেন।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার