হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনাস্থা ভোটে পদচ্যুত প্রথম স্পিকার ম্যাকার্থি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম স্পিকার হিসেবে অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ছোট্ট ব্যবধানে পাশ হয়। এর মধ্য দিয়ে দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে মঙ্গলবার তা ভোটে গড়ায়। প্রস্তাবটি ২১৬-২১০ ভোটে পাস হয়।

মার্কিন কংগ্রেসে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। অবশেষে ১৫ দফা ভোটাভুটি শেষে কেভিন ম্যাকার্থি স্পিকার নির্বাচিত হন।

ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ম্যাকার্থির রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বিরতি আসতে যাচ্ছে। যদিও তিনি বারবার বলেছেন, তিনি কখনোই হাল ছাড়বেন না, কিন্তু তাঁর সামনে কোনো সুযোগই উন্মুক্ত রাখেনি তাঁর দলের কট্টর ডানপন্থী গোষ্ঠীটি। পাশাপাশি তিসি স্টপগ্যাপ বিল পাস করিয়ে ডেমোক্র্যাট সরকারকে অচল হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেও তারাও তাঁকে সমর্থন দেয়নি। 

এদিকে ভোটাভুটি শেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যাকার্থি। তিনি আইনপ্রণেতাদের বলেছেন, তিনি আর কখনোই স্পিকার পদের জন্য লড়বেন না। তবে স্পিকার না থাকায় পরবর্তী স্পিকার কে হবেন তা নিশ্চিত না হওয়া এবং দুই দলের মধ্যে আসন ব্যবধান খুবই সামান্য হওয়ায় পরবর্তী স্পিকার নির্বাচন নিয়ে দেশটি আবারও অচলাবস্থার মধ্যেই পড়তে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। 

আপাতত আগামী সপ্তাহের জন্য হাউসের সব কার্যক্রম মুলতবি করা হয়েছে।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া