হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির পথে রাশিয়া, উদ্বেগে যুক্তরাষ্ট্র

রাশিয়া ও উত্তর কোরিয়া অস্ত্র চুক্তি করতে পারে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ চুক্তি বাস্তবায়ন হলে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়া এসব অস্ত্র ব্যবহার করবে। 

মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন গতকাল বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দুটি ‘একঘরে’ রাষ্ট্রের মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেছেন। এরপর রাশিয়ার কর্মকর্তাদের আরেকটি প্রতিনিধিদল সম্ভাব্য চুক্তির জন্য পিয়ংইয়ং সফর করেছেন। 

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘দ্বিতীয় প্রতিনিধিদল ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন “দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে” চিঠি বিনিময় করেছেন।’ 

কিরবি আরও বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তার বিষয় বিবেচনা করছে। এ ছাড়া আমাদের কাছে তথ্য রয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়াকে এরই মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামনে মাসে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।’ 

এই সম্ভাব্য চুক্তির অধীনে রাশিয়া উত্তর কোরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পেতে পারে। চুক্তির মধ্যে সামরিক কাঁচামালও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সহায়তা করবে। কিরবি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে জড়িত যেকোনো সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনবে এবং পিয়ংইয়ংকে এ আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে। 
 
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গতকাল নিরাপত্তা পরিষদে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তির আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প