হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে, তবে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রতি নিজের ‘অসন্তুষ্টি’ প্রকাশ করেন প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’

এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীরা হয়তো ট্রাম্পের পক্ষ থেকে আরও কঠোর শুল্কের প্রত্যাশা করছিলেন। কারণ, এর আগে ৫০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের খবর শোনা গিয়েছিল। ট্রাম্প অবশ্য বলেছেন, একটি নির্দিষ্ট সংখ্যার পর আর শুল্কের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, ১০০ শতাংশ শুল্কই যথেষ্ট।

ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর ‘হতাশা’ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত না করা পর্যন্ত সবকিছুই শুধু কথা।’ ট্রাম্পের দাবি, ২০২২ সালে তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেন আক্রমণ করত না। তিনি পুতিনের সঙ্গে প্রায় সময় কথা বলতেন এবং যুদ্ধের আগমন দেখতে পাচ্ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র সেরা সামরিক সরঞ্জাম, সেরা ক্ষেপণাস্ত্র তৈরি করে। তিনি ঘোষণা করেন, এই অস্ত্রগুলো ন্যাটো জোটের কাছে পাঠানো হবে।

ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় চারবার চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো আলোচনা করছি।’ তাঁর মতে, অনেক আগেই এই চুক্তি সম্পন্ন হওয়া উচিত ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং এতে বহু রুশ ও ইউক্রেনীয় সৈনিক মারা যাচ্ছেন।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে