হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সেমিকন্ডাক্টর শিল্পে ৫৩ বিলিয়ন ডলার ভর্তুকি বিলে বাইডেনের স্বাক্ষর

বিদেশি সেমিকন্ডাক্টরের ওপর নির্ভরতা কামাতে দেশীয় শিল্পগুলোকে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এ লক্ষ্যে একটি বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসে। সেই বিলেই স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বসম্মতিতে পাস হওয়া বিলটিতে স্থানীয় সময় আজ মঙ্গলবার স্বাক্ষর করেন তিনি।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনা প্রতিষ্ঠানগুলোর আধিপত্য খর্ব করতেই এই উদ্যোগ। দ্য চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের আওতায় মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নগদ ভর্তুকি দিতে ৫৩ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া এই শিল্পে উন্নত গবেষণার জন্য বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য আরও ২০০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে এই আইন অনুসারে কোনো ভর্তুকি গ্রহীতা কোনোভাবেই তাঁর প্রাপ্ত অর্থ চীন কিংবা অন্য কোনো দেশে বিনিয়োগ করতে পারবেন না।

এর আগে চলতি আগস্টের শুরু থেকেই যুক্তরাষ্ট্র থেকে চীনে চিপ নির্মাণের যান্ত্রিক সরঞ্জাম পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছিল। নিজেদের প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতেই যুক্তরাষ্ট্র এই কড়াকড়ি আরোপ করতে পারে বলে জানা গিয়েছিল।

এর আগে ২০২১ সালে হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওয়াইএমটিসির উৎপাদিত চিপের দাম কম হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয়ভাবে প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার ভর্তুকি দিয়েছে চীন। প্রতিবেদনে ওয়াইএমটিসিকে ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজির জন্য় সরাসরি হুমকি হিসেবেও অভিহিত করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজি নামের প্রতিষ্ঠান দুটি এককভাবে বিশ্বের এক-চতুর্থাংশ ন্য়ান্ড চিপ উৎপাদন করে।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা