হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হুতিদের নৌকা ডুবিয়ে যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত চায় না তারা

লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী। এর পরপরই দেশটি ঘোষণা দিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে বৃহত্তর কোনো সংকট বা সংঘাত দেখতে চায় না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন। তবে তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্র নিজ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন কিরবি বলেছেন, ‘আমরা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) বিস্তৃত সংঘর্ষ চাই না। আমরা হুতিদের সঙ্গেও বিরোধ চাই না। এখানে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টি দেখছি তা হলো—হুতিদের তরফ থেকে এই আক্রমণগুলো। কেন আমরা এমনটা চাই তার কারণ বারবার স্পষ্ট করেছি। 

এর আগে, গতকাল রোববার আক্রমণকারী হুতিদের তিনটি নৌকা ডুবিয়ে দেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, নৌপথে পণ্য বহনকারী প্রতিষ্ঠান মেয়ার্স্কের জাহাজ হাংঝু থেকে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টায় আপৎকালীন কল করা হয়। বলা হয়, চারটি ছোট নৌকা আক্রমণ করেছে জাহাজটিকে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ছোট নৌকাগুলো থেকে হাংঝু জাহাজে গুলি করা হয়। 

সেন্ট্রাল কমান্ড আরও জানায়, অস্ত্র নিয়ে চারটি নৌকা জাহাজটির ২০ মিটারের মধ্যে চলে আসে। এরপর হুতি যোদ্ধারা জাহাজে চড়ার চেষ্টাও করে। এই অবস্থায় হাংঝুর আহ্বানে সাড়া দেয় মার্কিন নৌবাহিনীর দুটি হেলিকপ্টার—ইউএসএস আইজেনহাওয়ার এবং ইউএসএস গ্রেভলি। হেলিকপ্টারগুলো থেকে হুতিদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে হুতি যোদ্ধারা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায়। 

মার্কিন কর্মকর্তারা জানান, মার্কিন হেলিকপ্টারে থাকা সদস্যরা এর জবাব হিসেবে গুলি চালিয়ে চারটি ছোট নৌকার মধ্যে তিনটি ডুবিয়ে দেয়। চতুর্থ নৌকাটি এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। 

উল্লেখ্য, ইয়েমেন সংকট চলার সময়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে নামেনি। তবে এবারের বিষয়টি আলাদা। হুতিদের সঙ্গে সৌদি আরব ও ইয়েমেন সরকার সমঝোতায় আসার পর এই প্রথম বিদ্রোহী গোষ্ঠীটির ওপর সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প