হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নরেন্দ্র মোদিকে ইলন মাস্কের অভিনন্দন 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গতকাল শুক্রবার টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে মোদিকে অভিনন্দন জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, ইলন মাস্ক তাঁর টুইটে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদি আপনাকে অভিনন্দন। আমার কোম্পানিগুলো ভারতে কাজ করতে মুখিয়ে আছে।’ 

এর আগে, চলতি বছরে ভারত সফরের কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু সেই সফর বাস্তবায়িত হয়নি। সে বিষয়ে টেসলার প্রধান নির্বাহী বলেন, ‘দুর্ভাগ্যবশত টেসলায় প্রচুর কাজ জমে থাকায় ভারত সফরে বিলম্ব হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষের দিকে ভারত যাওয়ার ইচ্ছা আছে।’ মার্কিন এই ধনকুবের আরও জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতেও আগ্রহী। 

এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন ইলন মাস্ক। সে সময় ইলন মাস্ক জানান, তাঁর প্রতিষ্ঠান টেসলা ও স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস স্টারলিংকে শিগগির ভারতের বাজারে প্রবেশের কথা জানান তিনি। সেই সাক্ষাতের পর ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলা কোম্পানির গাড়ি আমদানিতে শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন তিনি।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও