হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নরেন্দ্র মোদিকে ইলন মাস্কের অভিনন্দন 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গতকাল শুক্রবার টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে মোদিকে অভিনন্দন জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, ইলন মাস্ক তাঁর টুইটে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদি আপনাকে অভিনন্দন। আমার কোম্পানিগুলো ভারতে কাজ করতে মুখিয়ে আছে।’ 

এর আগে, চলতি বছরে ভারত সফরের কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু সেই সফর বাস্তবায়িত হয়নি। সে বিষয়ে টেসলার প্রধান নির্বাহী বলেন, ‘দুর্ভাগ্যবশত টেসলায় প্রচুর কাজ জমে থাকায় ভারত সফরে বিলম্ব হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষের দিকে ভারত যাওয়ার ইচ্ছা আছে।’ মার্কিন এই ধনকুবের আরও জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতেও আগ্রহী। 

এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন ইলন মাস্ক। সে সময় ইলন মাস্ক জানান, তাঁর প্রতিষ্ঠান টেসলা ও স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস স্টারলিংকে শিগগির ভারতের বাজারে প্রবেশের কথা জানান তিনি। সেই সাক্ষাতের পর ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলা কোম্পানির গাড়ি আমদানিতে শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন তিনি।

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

ট্রাম্পের নিশানায় ৪ দেশ

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট—নিউইয়র্কের আদালতে মাদুরো

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

ট্রাম্পের মামলা সামলানো বিচারকের হাতেই মাদুরোর ভাগ্য

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাড়িতে হামলা, আটক ১

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’