হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গুপ্তহত্যার ষড়যন্ত্র: র-এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চার্জশিট

নিউইয়র্ক শহরে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী ও ভারত সরকারের সমালোচককে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে এমন প্রতিশোধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। তারা ওই শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রে ভারতের এক সাবেক কর্মকর্তাকে অভিযুক্ত করেছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন মার্কিন আদালত। মার্কিন বিচার বিভাগে দেওয়া অভিযোগে যাদবকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস (র)-এর সাবেক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। 

ওয়াশিংটন অভিযোগ করেছে, ভারতীয় এজেন্টরা মার্কিন-কানাডিয়ান দ্বৈত নাগরিক শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল। 

এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ে এক বিবৃতিতে বলেছেন, এফবিআই সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে কোনো সহিংসতা বা অন্যান্য অপচেষ্টা সহ্য করবে না। 

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের মে থেকে যাদব ভারত সরকারের একজন কর্মচারী হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতে এবং বিদেশে অন্যদের সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন তিনি। অভিযোগে পান্নুনকে একজন রাজনৈতিক কর্মী, ভারত সরকারের সমালোচক এবং শিখদের জন্য আলাদা আবাসভূমি খালিস্তানের পক্ষের প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে।

ভারত সরকার শিখ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। শিখ বিচ্ছিন্নতাবাদীরা খালিস্তান নামে একটি স্বাধীন আবাসভূমি চায়। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ভারতে শিখদের বিদ্রোহে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যাদব (৩৯) বর্তমানে ভারতে আছেন। যুক্তরাষ্ট্র তাঁর প্রত্যর্পণ চাইবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন:

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা