হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা নাগাদ নর্থ ক্যারোলিনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

ব্যাল্ডউইন বলেন, ‘আমাদের কিছু একটা করতে হবে। আমেরিকায় এমন বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে। রালেই শহরের জন্য এটি মর্মান্তিক একটি দিন। যারা প্রিয়জন হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়াতে হবে।’

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালায় বন্দুকধারী। এর প্রায় তিন ঘণ্টা পর সন্দেহভাজন বন্দুকধারীকে একটি বাড়ির ভেতরে আটকে ফেলে পুলিশ। পরে রাত ৯টা ৪৫ নাগাদ এক টুইটে পুলিশ জানায়, সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও