হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কসমেটিক সার্জারির জন্য মেক্সিকোতে, অপহরণকারীদের হাতে নিহত ২ আমেরিকান

মেক্সিকোতে অপহরণের শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের চার নাগরিক। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন জীবিত উদ্ধার ওই দুই ব্যক্তি। ম্যাক্সিকান ও আমেরিকান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ৩ মার্চ টেক্সাস থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল তামাউলিপাসের মাতামোরোস শহরে গেলে চারজনকে অপহরণ করে অস্ত্রধারীরা। ওই চারজন কসমেটিক সার্জারির জন্য সেখানে গিয়েছিলেন বলে তাঁদের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন।

দুই নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা। মাতামোরোসের বাইরে নির্জন এলাকার একটি কাঠের পরিত্যক্ত বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ম্যাক্সিকান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দুজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টেক্সাসে পাঠানো হয়েছে।

অপহরণের এ ঘটনায় ২৪ বছর বয়সী হোসে ‘এন’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এই হামলায় নিহতদের পরিবার ও কাছের মানুষদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এ ছাড়া মেক্সিকোর তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওস মোজিকা এক টুইটার পোস্টে বলেছেন, ‘মাতামোরোসে মার্কিন কনস্যুলেটের সহযোগিতায় বেঁচে থাকা দুজনকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া হয়েছে।’

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশে এমনটি ঘটেছে বলে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও