হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্প কীভাবে দ্রুত যুদ্ধ থামিয়ে দেবেন, জানতে চাইলেন জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ ট্রাম্প কীভাবে দ্রুত শেষ করে দেবেন তা জানতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এই বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে আসা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজের প্রচারণায় ইতিপূর্বে বেশ কয়েকবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলেছেন। এ ধরনের একাধিক বক্তব্যে রিপাবলিকান প্রার্থী দাবি করেছেন, তিনি নির্বাচিত হলে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। তবে এই যুদ্ধ তিনি কীভাবে থামিয়ে দেবেন সেই বিষয়ে কোনো পরিকল্পনার কথা উল্লেখ করেননি তিনি। 

ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের এই ধরনের বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘যদি ট্রাম্প জানেন, এই যুদ্ধ কীভাবে শেষ করতে হবে, তবে তাঁর উচিত সেই প্রক্রিয়াটি আজই আমাদের বলে দেওয়া।’ 

জেলেনস্কি আরও বলেন, ‘ট্রাম্পের সেই প্রক্রিয়ায় যদি ইউক্রেনের স্বাধীনতার ঝুঁকি থাকে, যদি আমরা রাষ্ট্রীয় মর্যাদা হারাই, তবে আমরা এর জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে চাই। আমরা পরিকল্পনাটি জানতে চাই।’ 

জেলেনস্কি মনে করেন, ট্রাম্প যদি যুদ্ধ শেষ করতে কোনো পরিকল্পনা করেই থাকেন, তবে সেই পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো কোনো বিষয় থাকলে তা এড়িয়ে চলা উচিত। এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং তাঁর দলের পরিকল্পনা শুনতে সব সময় প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ