হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনে হামলা হলে কড়া জবাব দেবে যুক্তরাষ্ট্র, ভিডিওকলে পুতিনকে বাইডেন

ইউক্রেন সংকট নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পুতিনকে জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এর কড়া জবাব দেবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রেসিডেন্ট প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন। এ সময় জো বাইডেন পুতিনের উদ্দেশে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে সেখানে বিরাট মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে বিশ্বদরবারে রাশিয়ার গ্রহণযোগ্যতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। রাশিয়ার উচিত হবে না যুদ্ধে জড়ানো। দেশটি যদি শেষ পর্যন্ত ইউক্রেনে আক্রমণ করেই বসে, তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এর কড়া জবাব দেবে। রাশিয়াকে এ জন্য অবশ্যই চড়া মূল্য দিতে হবে। 

এর আগে গত শুক্রবার রাশিয়া ‘যেকোনো সময়’ বিমান হামলার মাধ্যমে ইউক্রেন আক্রমণের সূচনা করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এবং দেশটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে। 

হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেখানে বসবাসরত মার্কিনিদের প্রস্থান কঠিন হয়ে যাবে এবং বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে উঠতে পারে। 

তবে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়েন সত্ত্বেও মস্কো বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে। 

এদিকে জো বাইডেনের সঙ্গে ভিডিওকলে কথা বলার আগে ভ্লাদিমির পুতিন শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও ফোনে কথা বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, চলমান ইউক্রেন সংকটের সমাধান না হলে কোনো কূটনৈতিক পদক্ষেপই ফলপ্রসূ হবে না বলে পুতিনকে জানিয়েছেন মাখোঁ। 

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা