হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাজেট অফিসের প্রধান হিসেবে দুই নারীর নাম ঘোষণা করলেন বাইডেন

হোয়াইট হাউসের বাজেট অফিস চালানোর জন্য দুজন নারীর নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার বাইডেন এই দুই নারীর নাম ঘোষণা করেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন শালান্দা ইয়াংকে বাজেট অফিসের পরিচালক হিসেবে কাজ করার জন্য বেছে নিয়েছেন। শালান্দা এরই মধ্যে অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ডেপুটি ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন ন্যানি কলোরেটিকে। কলোরেটি আবাসন ও নগর উন্নয়নের সাবেক ডেপুটি সেক্রেটারি ছিলেন। 

শালান্দা হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সাবেক কর্মী। তিনি গত মার্চে ডেপুটি ডিরেক্টরের পদে যোগ দেন। এবার পরিচালক হলে এই পদে তিনিই হবেন শীর্ষ ভূমিকায় কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা। এ ছাড়া কলোরেটি ফিলিপিনো বংশোদ্ভূত। এই পদে যোগ দিলে কলোরেটি বাইডেন প্রশাসনে শীর্ষস্থানীয় এশিয়ান আমেরিকানদের একজন হবেন। 

বাইডেন একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘আমি সিনেটকে দ্রুত তাঁদের নিশ্চিত করার জন্য অনুরোধ করছি, যেন তাঁরা এই গুরুত্বপূর্ণ সময়ে ওএমবিকে নেতৃত্ব দিতে পারে।’ 

উল্লেখ্য, ওএমবি যুক্তরাষ্ট্রের ৪ লাখ কোটি ডলারের ফেডারেল বাজেটের তত্ত্বাবধান করে। এ ছাড়া সরকারের ক্রিয়াকলাপ এবং প্রবিধান সমন্বয় করতে সহায়তা করে। অন্যান্য দায়িত্বের মধ্যে এটি ফেডারেল কর্মীদের করোনা টিকা দেওয়ার নিয়ম মেনে চলার বিষয়টিও তদারকি করে।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া