হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুলিশের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে স্বামীসহ ডেমোক্র্যাট নেত্রীকে গুলি করে হত্যা

রয়টার্স

বন্দুকধারী পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে ডেমোক্র্যাট স্টেট অ্যাসেম্বলিওম্যান (এমপি) মেলিসা হোর্টম্যান এবং তার স্বামীকে গুলি করে হত্যা করে। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারী পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে ডেমোক্র্যাট স্টেট অ্যাসেম্বলিওম্যান (এমপি) মেলিসা হোর্টম্যান এবং তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। এই হামলায় একইসঙ্গে অন্য এক আইনপ্রণেতা জন হফম্যান ও তার স্ত্রী আহত হয়েছেন। আজ শনিবার মিনেসোটার মিনিয়াপোলিসে এ ঘটনা ঘটে।

মিনেসোটা গভর্নর টিম ওয়াল্জ জানান, সন্দেহভাজন হামলাকারী প্রথমে হফম্যান দম্পতির বাড়িতে গুলি চালায়, এরপর প্রায় পাঁচ মাইল দূরে হোর্টম্যান দম্পতির বাসায় হামলা চালায়। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন পালিয়ে যায়। তার গাড়িতে একটি ম্যানিফেস্টো পাওয়া গেছে, যাতে অন্যান্য রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের নাম ছিল।

এফবিআই ঘটনার তদন্ত করছে। মিনেসোটা পুলিশের চিফ মার্ক ব্রুলি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সন্দেহভাজন পুলিশ ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং একটি পুলিশ গাড়ি চালাচ্ছিলেন, যা দেখে প্রথম দেখেই পুলিশ সতর্ক হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার বিষয়ে বলেন, ‘মিনেসোটায় এই মর্মান্তিক হামলাটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে হচ্ছে। এই ধরনের ভয়ংকর সহিংসতা আমরা যুক্তরাষ্ট্রে কখনো মেনে নেব না।’

মিনেসোটায় এ ধরনের রাজনৈতিক সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে, যা দেশের রাজনৈতিক বিভাজনের অন্ধকার দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার পর ‘নো কিংস’ নামে একটি সমন্বিত বিক্ষোভ গ্রুপ তাদের পরিকল্পিত প্রতিবাদ বাতিল করেছে।

গত বছর এবং চলতি বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০২০ সালে মিশিগানে গভর্নর গ্রেচেন হুইটমারের অপহরণের চেষ্টা এবং পেনসিলভানিয়ায় গভর্নর জোশ শাপিরোর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য।

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প