হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুলিশের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে স্বামীসহ ডেমোক্র্যাট নেত্রীকে গুলি করে হত্যা

রয়টার্স

বন্দুকধারী পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে ডেমোক্র্যাট স্টেট অ্যাসেম্বলিওম্যান (এমপি) মেলিসা হোর্টম্যান এবং তার স্বামীকে গুলি করে হত্যা করে। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারী পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে ডেমোক্র্যাট স্টেট অ্যাসেম্বলিওম্যান (এমপি) মেলিসা হোর্টম্যান এবং তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। এই হামলায় একইসঙ্গে অন্য এক আইনপ্রণেতা জন হফম্যান ও তার স্ত্রী আহত হয়েছেন। আজ শনিবার মিনেসোটার মিনিয়াপোলিসে এ ঘটনা ঘটে।

মিনেসোটা গভর্নর টিম ওয়াল্জ জানান, সন্দেহভাজন হামলাকারী প্রথমে হফম্যান দম্পতির বাড়িতে গুলি চালায়, এরপর প্রায় পাঁচ মাইল দূরে হোর্টম্যান দম্পতির বাসায় হামলা চালায়। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন পালিয়ে যায়। তার গাড়িতে একটি ম্যানিফেস্টো পাওয়া গেছে, যাতে অন্যান্য রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের নাম ছিল।

এফবিআই ঘটনার তদন্ত করছে। মিনেসোটা পুলিশের চিফ মার্ক ব্রুলি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সন্দেহভাজন পুলিশ ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং একটি পুলিশ গাড়ি চালাচ্ছিলেন, যা দেখে প্রথম দেখেই পুলিশ সতর্ক হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার বিষয়ে বলেন, ‘মিনেসোটায় এই মর্মান্তিক হামলাটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে হচ্ছে। এই ধরনের ভয়ংকর সহিংসতা আমরা যুক্তরাষ্ট্রে কখনো মেনে নেব না।’

মিনেসোটায় এ ধরনের রাজনৈতিক সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে, যা দেশের রাজনৈতিক বিভাজনের অন্ধকার দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার পর ‘নো কিংস’ নামে একটি সমন্বিত বিক্ষোভ গ্রুপ তাদের পরিকল্পিত প্রতিবাদ বাতিল করেছে।

গত বছর এবং চলতি বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০২০ সালে মিশিগানে গভর্নর গ্রেচেন হুইটমারের অপহরণের চেষ্টা এবং পেনসিলভানিয়ায় গভর্নর জোশ শাপিরোর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার